সোমবার, অক্টোবর ১৪, ২০২৪
Led05জেলাজুড়েসিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতির অভিযোগে আটক ৫

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৫ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৭ মার্চ) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক।

এর আগে মঙ্গলবার এনসিসির ৪নং ওয়ার্ডের আটিগ্রাম এলাকায় শীতলক্ষ্য নদীর পাড়ে বন্ধকৃত মনোয়ার জুট মিলের সামনে থেকে অভিযুক্ত ৫ জনকে আটক করা হয়। আটককৃত হলেন, সিদ্ধিরগঞ্জ আঁটি ওয়াপদা কলোনী এলাকার মৃত গিয়াস উদ্দিন গেসুর ছেলে রবিউল ইসলাম (৩২), মৃত বাচ্চু শেখ এর ছেলে মো. হাফিজ শেখ (২৩), মো. দেলোয়ারের ছেলে মো. মুসা (২১), মৃত আঃ জব্বার মুন্সির ছেলে মো. আজিজুল ইসলাম (২২) ও আনোয়ার হোসেনের ছেলে মো. আদনান যে আদু।

ওসি আবু বক্কর সিদ্দিক জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান ঢালিয়ে তাদের আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৩ ডাকাত পালিয়ে যায়। পলাতক ৩ জন হলো- সাহেব আলী, রনি ও নুরনবী। তাদের আটকের লক্ষে অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে।

RSS
Follow by Email