বুধবার, নভেম্বর ৬, ২০২৪
Led05রাজনীতিসিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে টায়ার পুড়িয়ে সড়কে অবরোধ

লাইভ নারায়ণগঞ্জ: পঞ্চম দফায় বিএনপির ডাকা টানা ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে সিদ্ধিরগঞ্জে সড়কে টায়ার পুড়িয়ে অগ্নিসংযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা।

বুধবার (১৫ নভেম্বর) ভোরে ডেমরা-শিমরাইল আঞ্চলিক সড়কে এ অগ্নিসংযোগ করেন তারা।

জানা যায়, ভোর সাড়ে ৬টার দিকে শিমরাইল এলাকায় জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিনের নির্দেশে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল ও শ্রমিকদলের নেতাকর্মীরা কয়েকটি টায়ার পোড়ায়।

এ সময় তারা সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান। তবে কিছুক্ষণ পরই তারা সড়ক থেকে সরে যান।

RSS
Follow by Email