বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪
Led02সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে জামায়াতের ২১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে থানায় জামায়াতের ২১ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সংকর দাস বাদী হয়ে মামলাটি করেন।

শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে মামলার বিষয়টি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে নাগিনা জোহা সড়কের হাজীগঞ্জ এলাকায় অবরোধের সমর্থনে মিছিল বের করেন জামায়াতের নেতাকর্মীরা। এসময় ধাওয়া দিয়ে তাদের ১৬ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- এ কে ইমন নুরুল্লাহ (৬৮), মাইনুদ্দিন (২৩), আব্দুস সাত্তার (৬৩), শামীম আহমেদ (৩৮), মোহাম্মদ আফাজউদ্দিন (৪১), মোহাম্মদ মমিন (৩৭), আনোয়ার হোসেন (৪২), বেলায়েত (৩৭), মোহাম্মদ আ. কাশেম (৩৪), মো. জামান (৩৮), মো. হাসান (৩৪), হাবিবুর রহমান (৫০), সোহেল রানা (৩১), মোতাসিম মামুন (৪৩), মো. মামুন (৩২) ও রুবেল রানা (২৭)।

মামলার বাকি আসামিরা হলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সদস্য জয়নাল আবেদীন ফারুক, সিদ্ধিরগঞ্জ থানা জামায়াতের সাবেক সভাপতি মাওলানা বশীর উল্ল্যাহ, সিদ্ধিরগঞ্জ থানা জামায়াতে ইসলামের আমির মাওলানা জাকির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হুজাইফা, সিদ্ধিরগঞ্জ থানা জামায়াতের রোকন ইঞ্জিনিয়ার আব্দুল বাকি।

RSS
Follow by Email