শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫
Led04সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ছিন্তাইয়ের অভিযোগে ৪ যুবক আটক

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে ট্রাকের হেলপারকে মারধর করে টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় ৪ যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। সোমবার (১৪ অক্টোবর) রাতে সিদ্ধিরগঞ্জের ৫নং ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনে থেকে তাদের গ্রেপ্তার গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে তাদের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- মৃত বদুইর রহমান ওরফে কানা বদুর ছেলে মো: রুবেল (৩৪), মৃত নুরু উদ্দিনের ছেলে মো: জুয়েল রানা (২২), তারজুল ইসলামের ছেলে সাদেকুল ইসলাম সুজন (৪১) ও নুরু উদ্দিনের ছেলে মো: সোহেল রানা (৪১)। তারা সকলেই সিদ্ধিরগঞ্জের ওমরপুর এলাকার বাসিন্দা।

মারধরের শিকার ট্রাকের হেলপার নুর হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ওয়াসিম আকরাম লাইভ নারায়ণগঞ্জকে জানান, মঙ্গলবার গ্রেপ্তারকৃতদের থানায় হস্তান্তর করা হয়। তাদের দুপুরে রিমান্ডের আবেতন চেয়ে কোর্টে প্রেরণ করা হয়।

মামলায় নূর হেসেন অভিযোগ করেন, রবিবার রাতে দিকে রুবেল ও জুয়েল রানা ট্রাকের ভেতর ঘুমিয়ে থাকা নুর হোসেনকে ডেকে তোলে। কিছু বুঝে উঠার আগেই রুবেল তাকে ঝাপটে ধরে টাকা মোবাইল ছিনিয়ে নেয়। এবং সকল আসামিরা মিলে নূর হোসেনকে মারধর করে।

RSS
Follow by Email