বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে মো. রকিবুল হাসান (১৭) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৮ আক্টোবর) সকালে এনসিসি ৪নং ওয়ার্ডের দক্ষিণ আজিবপুরের ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত মোহাম্মদ রকিবুল হাসান বরগুনার খলিলুর রহমানের ছেলে। তার বাবা-মা কেউ বেঁচে নেই। সে বোনের সঙ্গে ভাড়া বাসায় থাকতো।

ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. খালেকুজ্জামান বলেন, রকিবুল কয়েক মাস আগে একটি দুর্ঘটনায় আহত হয়। অভাব-অনটনে পরিবার রকিবুলের চিকিৎসা করাতে পারছিল না। এছাড়া সম্প্রতি সে বিয়ে করতে চাচ্ছিল, কিন্তু আর্থিক অস্বচ্ছলতার কারণে পরিবার রাজি ছিল না। সব মিলিয়ে হতাশায় ভুগছিল সে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা লাইভ নারায়ণগঞ্জকে বলেন, পুলিশ সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

RSS
Follow by Email