শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫
Led04রাজনীতি

সিদ্ধিরগঞ্জে আন্দোলনে রাকিব গুলিবিদ্ধ, মামলায় শামীম ওসমানসহ আসামী ৩২৯

লাইভ নারায়ণগঞ্জ: বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে সিদ্ধিরগঞ্জে মো. রাকিব (১৮) গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানসহ ২৯ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে গুলিতে আহত রাকিবের বাবা মো. কবির হোসেন বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামায় আরও ২০০/৩০০ জনকে আসামী করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন।

মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, এনসিসি ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহজালাল বাদল, ৪নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর নুরুদ্দিন মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলগের প্রচারসম্পাদক তাজিম বাবু।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে ডাচ্ বাংলা ব্যাংকের সামনে এবং চিটাগাংরোড অংশে মো. রাকিব আন্দোলনে যুক্ত হয়। তখন আন্দোলন দমাতে শামীম ওসমানের নির্দেশনায় এজাহারে উল্লেখিত আসামিগণ ও অজ্ঞাতরা ছাত্র-জনতার উপর গুলিবর্ষণ করলে রাকিব গুলিবিদ্ধ হন। পরবর্তীতে তাদের চিকিৎসার জন্যে হাসপাতালে ভর্তি করানো হলে ভিকটিম রাকিবের পা কাটা যায়।

RSS
Follow by Email