শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪
Led04সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে অন্তঃসত্তা নারীর ঝুলন্ত লাশ উদ্ধার, পুলিশের ধারণা ‘আত্মহত্যা’

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে শারমীন বেগম (২৩) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১০ নভেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় এক ভাড়া বাসায় সিলিং ফ্যানের সাথে ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

নিহত শারমীন বেগম ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার দক্ষিণ চাষাড়া গ্রামের কাঞ্চন মিয়ার মেয়ে। তার স্বামী ইমরানের সাথে সিদ্ধিরগঞ্জে বসবাস করছিলেন। ইমরান একই জেলার চরফ্যাশন উপজেলার মোকারবান্দা গ্রামের আব্দুল খালেকের ছেলে।

স্থানীয়রা জানান, শারমীন বেগম প্রায় ৬ মাসের অন্তঃসত্তা ছিলেন। স্বামী ইমরানের সাথে সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় ভাড়া থাকতেন। এর আগে শারমীন বেগমের বিয়ে হয়েছিল, সেই সংসারে একটি সন্তান রয়েছে।

নিহতের লাশ উদ্ধারে ঘটনাস্থলে যান সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন। তিনি লাইভ নারায়ণগঞ্জকে জানান, নিহত শারমীন বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামীর সাথে তর্ক-বিতর্ক করার কারণে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে তার মৃত্যুর কারণ প্রকৃতভাবে জানা যাবে।

তিনি আরও জানান, নিহতের স্বামী ও স্থানীয়দের সাথে কথা হয়েছে। তারা জানিয়েছেন, শারমীন বেগম প্রায় ৬ মাসের অন্তঃসত্তা ছিলেন। রবিবার এক ভ্যান গাড়ী থেকে তিনি এক জোড়া জুতা ক্রয় করেন। জুতা কিনে বাসায় আসলে তার স্বামী বলেন, জুতার সাইজ একটু বড় নিলে ভালো হতো। পরে স্ত্রী জুতা পাল্টে দেয়ার কথা বললে স্বামী বাইরে গিয়ে জুতা পাল্টে আনেন। এসময় স্ত্রী বলে, আগের জুতার সাইজ ভালো ছিল। এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তর্ক-বিতর্ক হয়। পরে স্বামী বাইরে এসে চায়ের দোকানে যান। উনাদের বাড়িতে প্রতিবেশিরা গিয়ে দারজায় টোকা দিলে কোন সাড়া শব্দ পায় নি। পরবর্তীতে জোড় করে ঘরে প্রবেশ করতেই শারমীন বেগমের ঝুলন্ত লাশ পাওয়া যায়। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

RSS
Follow by Email