সোমবার, অক্টোবর ১৪, ২০২৪
Led02জেলাজুড়েসিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জের ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে মেসার্স মনির এন্টারপ্রাইজ নামের একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ মে) দুপুর ১টার দিকে সিদ্ধিরগঞ্জে নাসিক ১০ নং ওয়ার্ডের গোদনাইল মীরপাড়া এলাকার অবস্থিত ওই গোডাউনে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে আদমজী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. ফখরুদ্দিন জানান, আগুনের সংবাদ পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের দুইটি টিম দ্রুত ঘটনাস্থলে যায় এবং দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্ত করে বিষয়টি দেখা হবে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

তবে, মালিকপক্ষের দাবি আগুনে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

RSS
Follow by Email