শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
Led03

সিএস-আরএস পর্চা দেখে নেতা নির্বাচনের দাবি শামীম ওসমানের

লাইভ নারায়ণগঞ্জ: হাইব্রিড নয়, সিএস-আরএস পর্চা দেখে দলের কমিটিতে নেতা নির্বাচনের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।

নারায়ণগঞ্জের কাঁচপুর মোড়ে শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলেআওয়ামী লীগের শান্তি সমাবেশে বক্তৃতাকালে তিনি এ দাবি জানান।

কর্মসূচির মঞ্চে উপস্থিত দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জ অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। এ জায়গার কমিটি ঝুলে থাকে, এটা ঝুলে থাকা উচিত হবে না। সামনের সময় আমরা চাই ত্যাগী, পরীক্ষিত নেতাকর্মী, হাইব্রিড নয়। যাদের সিএসআরএস পর্চা আছে তাদের দিয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের সব কমিটি করা হোক।

এসময় উপস্থিত ছিলেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, ঢাকা বিভাগীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু, যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মঈনুল হাসান নিখিল প্রমুখ।

এর আগে সমাবেশে ২০ হাজার নেতাকর্মীর বিশাল মিছিলসহ উপস্থিত হয়ে সবাইকে তাক লাগিয়ে দেন শামীম ওসমান। পরে তার কণ্ঠের স্লোগানে কণ্ঠ মেলান উপস্থিত নেতাকর্মীরা।

RSS
Follow by Email