সোমবার, ডিসেম্বর ৩০, ২০২৪
Led05রাজনীতি

সাম্প্রদায়িকতা দিয়ে বিভিক্ত করতে পারবে না: শামীম ওসমান

লাইভ নারায়ণগঞ্জ: ‘একটা শ্রেণি মাঠে নেমে গেছে। আমি আপনাদের কাছে দোয়া ও আশীর্বাদ চাচ্ছি শেখ হাসিনার জন্য। দেশ স্বাধীনের সময় যুদ্ধের সময় কে হিন্দু কে মুসলমান তা দেখেনি বাঙালি। সাম্প্রদায়িকতা দিয়ে বাংলাদেশকে কেউ বিভিক্ত করতে পারবে না।’

মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় শহরের বিআইডব্লিউটিএর ঘাটে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।

তিনি বলেন, আজকে এখানে আমি রিকশায় চড়ে এসেছি, পথে হাজার হাজার নারী রাস্তার দুই ধারে বসে আছেন। তারা আমাকে দেখে হাত নাড়ল। সবাই অনেক আনন্দে আছে। এই আনন্দ নষ্ট করতে একটা মাঠে মহল নেমেছে। তারা মানচিত্রে থাবা দেবে।

এমপি শামীম ওসমান বলেন, যে কয়দিন জীবিত আছি, অন্তত নারায়ণগঞ্জে সাম্প্রদায়িক কোনো ঘটনা কেউ ঘটাতে পারবেন না। এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ।

RSS
Follow by Email