শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪
Led01Led03রাজনীতি

সাবেক মেয়র আইভীর ভগ্নিপতি ও যুবলীগ সভাপতি আব্দুল কাদির গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদিরকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ। রবিবার (১০ নভেম্বর) শহরের নিতাইগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ভগ্নিপতি এবং একই সাথে তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ছিলেন।

তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) নজরুল ইসলাম। ইতোমধ্যে আব্দুল কাদিরকের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের সময়, ছাত্র জনতার উপর হামলা ও হত্যার অভিযোগে রয়েছে থানায় মামলা রয়েছে।

ওসি নজরুল ইসলাম জানান,আমরা গোপন তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদিরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের সময়, ছাত্র জনতার উপর হামলা ও হত্যার অভিযোগে মামলা রয়েছে। আমরা সেই মামলায় দুপুরে তাকে আদালতে প্রেরণ করবো।

RSS
Follow by Email