শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫
Led04রাজনীতি

সাবেক কাউন্সিলর অসিতের বাড়িতে হামলার প্রতিবাদে ছাত্রফ্রন্ট‘র মানববন্ধন

লাইভ নারায়ণহগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর ও বাসদ নেতা অসিত বরণ বিশ্বাসের বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১২টার দিকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মনববন্ধনে নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাসের বাসা ও সচিব আবুল কালামের উপর ‘হামলাকারী সাবেক কাউন্সিলর বিন্নি ও সাবেক কাউন্সিলর রিয়াদসহ সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির’ দাবি জানান।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংগঠক সাবিনা ইয়াসমিন, রবিন আহাম্মেদ স্বপ্ন, মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল আহাম্মেদ রাতুল, বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলার সহসভাপতি সাইদুর রহমান প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি অসিত বরণ বিশ্বাস বাসায় সাবেক কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি ও সাবেক কাউন্সিলর রিয়াদ হাসানের নেতৃত্বে ২০ থেকে ৩০ জন সশস্ত্র সন্ত্রাসী অসিত বরণ বিশ্বাসকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে অসিতকে না পেয়ে ঘরে সন্ত্রাসীরা ভাঙচুর চালায়। এ সময় কাউন্সিলর অসিতের সচিব আবুল কালাম হামলার খবর পেয়ে তাকে উদ্ধারের জন্য গেলে তাকে একই সন্ত্রাসীরা ব্যাপক মারধর করে। মারাত্মক আহত হয়ে আবুল কালাম নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন।

তারা বলেন, স্বৈরাচারী হাসিনার পতনের পর একটি অন্তবর্তী সরকার দেশ পরিচালনা করছে। গণ-অভ্যুত্থানের আড়াই মাস পরেও স্বৈরাচারের দোসররা কীভাবে একজন সৎ নীতিবান আদর্শবান কাউন্সিলর, প্রগতিশীল রাজনৈতিক নেতৃত্ব ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের সক্রিয় নেতৃত্বের উপর হামলা চালাতে পারে তা আমাদের বোধগম্য নয়। আমরা হতবাক হই সামরিক বাহিনী মেজিস্ট্রেসি দ্বায়িত্ব নিয়ে কার্যক্রম চালানো অবস্থায় সন্ত্রাসীরা এতবড় দৃষ্টতা কীভাবে দেখাতে পারে?

নেতৃবৃন্দ আরও বলেন, সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস নারায়ণগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলেও এখনও হামলার মূল হোতা সন্ত্রাসী বিন্নি ও সন্ত্রাসী রিয়াদ কাউকে গ্রেফতার করেনি। নেতৃবৃন্দ অবিলম্বে বিন্নি ও রিয়াদসহ হামলাকারী সকল সন্ত্রাসীদের গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

RSS
Follow by Email