শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪
জেলাজুড়েসদর

সা‌বেক কমিশনার শেখ নিজাম আলমের ৩০তম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনু‌ষ্ঠিত

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার ও বিশিষ্ট হোসিয়ারী ব্যাবসায়ী মরহুম শেখ নিজাম আলম‘র ৩০তম মৃত্যুবার্ষিকী উপল‌ক্ষে মিলাদ ও দোয়া অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। ১৯৯৪ সা‌লের ২৫ রমজান তি‌নি মৃত‌্যুবরণ ক‌রেন।

শুক্রবার (৫ এপ্রিল-২৫ রমজান) দেওভোগ বায়তুস শরীফ জা‌মে মস‌জি‌দে বাদ জুম্মা মরহু‌মের রু‌হের মাগ‌ফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনু‌ষ্ঠিত হয়। এসময় মরহু‌মের চার সন্তান শেখ নাজমুল আলম সজল, মাহাবুবুল আলম চঞ্চল, সাইফ উল আলম টুটুল ও শেখ সাফা‌য়েত আলম সা‌নি সহ স্থানীয় এলাকার গণ‌্যমান‌্য ব‌্যা‌ক্তিবর্গ ও মুসল্লীগণ উপ‌স্থিত ছি‌লেন। এছাড়াও মরহু‌মের মৃত‌্যুবা‌র্ষিকী‌তে দিনব‌্যাপী কোরআন খতম ও দেও‌ভোগ আজহারুল কোরআন একা‌ডেমীর কোরআন শিক্ষার্থী‌দের জন‌্য খাদ‌্য সামগ্রীর বিতরণ করা হয়।

RSS
Follow by Email