বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪
আড়াইহাজার

সাতগ্রাম ভূমি অফিসের পাশে ইউপি ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন

লাইভ নারায়ণগঞ্জ: সাতগ্রাম ভূমি অফিসের পাশে ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার (২০ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সকাল ১১টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় তারা জেলা প্রশাসকের নিকট একটি স্বারক লিপি জমা দেন।

তারা লিখিত বক্তব্যে বলেন, সাতগ্রাম ইউনিয়নটির নামকরণ সাতগ্রাম এলাকাকে কেন্দ্র করেই করা হয়েছিল। ইউনিয়ন পরিষদ অফিসটি প্রতিষ্ঠা কাল থেকে সাতগ্রামেই অবস্থিত ছিল। কিন্তু পরবর্তীতে অজ্ঞাত কারণে তা পুরিন্দা এলাকায় স্থানান্তর করা হয়। তারা সাতগ্রাম ইউনিয়ন ভুমি অফিসের পাশে সাতগ্রাম ইউনিয়ন পরিষদের জন্য আধুনিক একটি নতুন ভবন নির্মাণ করার দাবি জানান।

এই ব্যাপারে জেলা প্রশাসক মাহমুদুল হক বলেন, স্বারক লিপি পেয়েছি। বিষয়টি নিয়ে বিবেচনা করা হবে।

RSS
Follow by Email