সোমবার, মে ১৯, ২০২৫
Led05রাজনীতি

সাংবাদিক জিসানের নিঃশর্ত মুক্তি চায় ‘যুব ফেডারেশন’

লাইভ নারায়ণগঞ্জ: সাংবাদিক ও শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জিসানের বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে, মিথ্যা মামলা আখ্যা দিয়ে ও তাকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা। বৃহস্পতিবার (১৫ মে) সংগঠনের আহ্বায়ক সাকিব হোসেন হৃদয় ও সদস্য সচিব রাকিবুল ইসলাম ইফতি এক যৌথ বিবৃতিতে এই নিন্দা জানান।

বিবৃতিতে তারা বলেন, জান্নাতুল ফেরদৌস জিসান তার সাংবাদিকতা ও শিক্ষাজীবনে সর্বদা সমাজের সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে আসছেন। অথচ কিছু প্রভাবশালী মহল তাকে হয়রানি করার জন্য মিথ্যা মামলা দায়ের করেছে। এই ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারকে হুমকির মুখে ফেলে। তারা অভিযোগ করেন, একজন তরুণ সাংবাদিক ও শিক্ষার্থীকে কণ্ঠরোধের উদ্দেশ্যে এভাবে হয়রানি করা হচ্ছে, যা মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকারের ওপর আঘাত।

যুব ফেডারেশন অবিলম্বে জিসানের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে। তারা সাংবাদিক ও শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে। ভবিষ্যতে এ ধরনের নিপীড়ন ও হয়রানির পুনরাবৃত্তি রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকারও অনুরোধ করেছেন।

বিবৃতিতে তারা সকল গণতান্ত্রিক, মানবাধিকার সংগঠন ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষের সবাইকে এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার দপ্তর সম্পাদক হারুণ অর রশিদ আকাশ এই প্রেস বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে পাঠিয়েছেন।

RSS
Follow by Email