শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫
গণমাধ্যম

সাংবাদিক ও ছড়াকার সাব্বির আহমেদ সেন্টুর জন্মদিন পালন

লাইভ নারায়ণগঞ্জ: নন্দিত কথা সাহিত্যিক, ছড়াকার ও দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু’র জন্মদিন পালন করা হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) সন্ধায় বন্দর এইচ এম সেন রোড এলাকায় নিজের বাসভবনে পরিবারের সদস্যদের নিয়ে এ আয়োজন করা হয়।

এসময় অনুষ্ঠানে অংশ নেয়, মিসেস সোনিয়া আহমেদ,তার ছোট ভাই রিয়াজ আহমেদ টুটুল, ছোট বোন মেহেনাজ জামান শারমিন,ভগ্নিপতি কামরুজ্জামান আনিস,ভাবী শিরিন বেগম,ছোটভাইয়ের স্ত্রী শাম্মী আক্তার,ভাতিজা আফ্ফান করিম প্রিয়,ভাতিজী সাইয়েদা করিম প্রাপ্তি,রোদেলা আহমেদ,মেঘলা আহমেদ,ভাগিনা আয়াজ প্রমুখ।

পরবর্তীতে রাত সাড়ে ৯টায় বি এইচ ডি এস অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার উদ্যোগে ২য় দফা কেক কেটে এই সাংবাদিকের প্রতি সম্মান জানানো হয়। ২য় দফার এই আয়োজনে অংশ নেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সস্পাদক মোমেন ইসলাম, দৈনিক বিজয় পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ আনোয়ারুল হক, সহ-সম্পাদক ডিএম মাইনুদ্দিন, নজরুল ইসলাম নয়ন, নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের সভাপতি ইকবাল হোসেন রোমেছ, এম নিউজ বিডি’র সিইও মিতু মোর্শেদ, মনি মোর্শেদ, সালেহীন সামি, খাদিজা আক্তার, ২১নং ওয়ার্ড আনসার ভিডিপি’র দলনেত্রী কামরুন্নাহার লিপি, হিলফুল ফুযুল শান্তির সংঘের সভাপতি মাহতাব হোসেন, চ্যানেল জিরো’র ক্যামেরা পার্সন আকরাম হোসেন, অভিনেতা সুবাস চন্দ্র দাসসহ আরো অনেকে।

RSS
Follow by Email