শনিবার, অক্টোবর ৫, ২০২৪
গণমাধ্যমজেলাজুড়েফতুল্লা

সাংবাদিক এমএইচ রাসেলের মায়ের দাফন সম্পন্ন

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লার পিলকুনি এলাকার মো.আবদুর রব এর সহধর্মীনি এবং সিএনএন বাংলা টিভির রিপোর্টার মেহেদী হাসান রাসেলের মাতা মোসা.রাশিদা বেগম ( ৬৪) ইন্তেকাল করেছেন। ইন্নানি…রাজিউন। সোমবার (১ মার্চ) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে কিনি স্বামী, ৩ ছেলে ও ২ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

নিহতের ছোট ছেলে সাংবাদিক মেহেদী হাসান রাসেল জানান, তার মা দীর্ঘদিন যাবত কিডনী ও ডায়বেটিকস জনিত রোগে আক্রান্ত ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেল সাড়ে ৩টায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ঐদিন রাত ১০টায় পিলকুনি ঈদগাহ মাঠে মরহুমার জানাযা শেষে পিলকুনি ঈদগাহ কবরস্থানে তাকে দাফন করা হয়।

মেহেদী হাসান রাসেলের মায়ের মৃত্যুতে শোকাহত ফতুল্লায় কর্মরত সাংবাদিক মহল। তারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

RSS
Follow by Email