শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
Led03রাজনীতি

সন্ধ্যা ৭টায় তফসিল ঘোষণা করবেন সিইসি: ইসি সচিব

লাইভ নারায়ণগঞ্জ: আজ (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সকাল সোয়া ১০টার দিকে নির্বাচন কমিশনের মুখপাত্র ও সচিব মো. জাহাংগীর আলম নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, সন্ধ্যা ৭টায় জাতির জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। সেখানে তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।

নারায়ণগঞ্জে ৫টি সংসদীয় আসন রয়েছে। গত বারের তালিকায় মোট ভোটার ছিল ২০ লাখ ৩১ হাজার ৫৪১জন। এবার তা বেড়ে হয়েছে ২২ লাখ ৭১ হাজার ২৯৯জন। এর মধ্যে সবচেয়ে বেশি ভোটার বেড়েছে নারায়ণগঞ্জ-৪ আসনে।

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ আসনে ভোটার ছিল ৩ লাখ ৮৬ হাজার ১২ জন, নারায়ণগঞ্জ-২ আসনে ৩ লাখ ৩১ হাজার ৬১৫, নারায়ণগঞ্জ-৩ আসনে ৩ লাখ ৪৪ হাজার ৬৬৮, নারায়ণগঞ্জ-৪ আসনে ৭ লাখ ১২ হাজার ৭০৮ ও নারায়ণগঞ্জ-৫ আসনে ৪ লাখ ৯৬ হাজার ২৯৬ জন ভোটার হযেছে।

RSS
Follow by Email