শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫
Led05রাজনীতি

সদ্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘ছাত্রলীগ’র রূপগঞ্জ সভাপতি গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি তানজির আহমেদ খান রিয়াজকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ১০ টায় রূপসী স্লুইসগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) লিয়াকত আলী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, গেল ৫ই আগস্টের পর থেকে রূপগঞ্জ উপজেলার ছাত্রলীগের সভাপতি তানজির আহাম্মেদ খান রিয়াজ পলাতক ছিলেন। গতকাল রাতে উপজেলার রুপসী স্লুইচ গেইটে শ্বশুর বাড়িতে অবস্থান করছিলেন তিনি। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বিষয়টি জানতে পেরে ওই বাড়িটি ঘিরে রাখে। পরে পুলিশ রিয়াজকে গ্রেপ্তার করে।

রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) লিয়াকত আলী জানান, আমরা ঘটনা জানতে পেরে সাথে সাথে ফোর্স নিয়ে উপস্থিত হই। এ সময় একটা অনাকাঙ্খিত ঘটনা ঘটে তবে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একাধিক হত্যা মামলায় রিয়াজকে গ্রেপ্তার করে। আজ রিমান্ডের আবেদন করে তাকে আদালতে সোর্পদ করা হয়েছে।

RSS
Follow by Email