বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
Led03সিদ্ধিরগঞ্জ

সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ শিল্প পুলিশের এএসআই’র মৃত্যু

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আবু বকর সিদ্দিক (৩৮) নামের ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে নিশ্চিত করেন কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল পুলিশ ক্যাম্পের টিআই আবু নাঈম।

নিহত আবু বক্কর সিদ্দিক দিনাজপুর সদরের কমলপুর ইউনিয়নের দানিহারী ডোলপাড়া এলাকার আশরাফ আলীর ছেলে। তিনি নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পুলিশে কর্মরত ছিলেন।

কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই আবু নাঈম বলেন, মঙ্গলবার রাতে অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে। বর্তমানে মরদেহটি নারায়ণগঞ্জ মর্গে রয়েছে। এ ঘটনায় কোনো গাড়ি কিংবা কাউকে আটক করা যায়নি। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

RSS
Follow by Email