মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫
Led05রাজনীতি

সঠিক পথে পরিচালনার জন্য সঠিক নেতৃত্বের প্রয়োজন: মাওলানা মঈনুদ্দিন

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (এনসিসি) ২৬ নং ওয়ার্ডে ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলকে জনগণের কাছাকাছি নিয়ে যেতে এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) বাদ আসর বন্দর উত্তর থানা জামায়াতের উদ্যোগে এনসিসি-এর ২৬ নং ওয়ার্ডের ঢাকেশ্বরী নতুন বাজার এলাকায় এই কার্যালয় উদ্বোধন করা হয়। কার্যালয়টি উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ।

উদ্বোধনের পর সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা মঈনুদ্দিন আহমাদ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আদর্শিক নেতৃত্বের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, মানুষকে সঠিক পথে পরিচালনার জন্য সঠিক নেতৃত্বের প্রয়োজন। বিগত সময়গুলোতে প্রকাশ্যে সত্য কথাও বলা যেত না, এখন সময় এসেছে দেশের মানুষকে সত্য ও সঠিক পথে পরিচালনা করার।”

তিনি সমাজের উন্নয়ন ও যুব সমাজকে রক্ষার জন্য সৎ ও যোগ্য নেতৃত্ব বেছে নেওয়ার আহ্বান জানান, “সৎ যোগ্য ব্যক্তিকে সমাজের নেতৃত্ব স্থানে বসাতে পারলেই সমাজের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে, যুব সমাজকে মাদকের আগ্রাসন থেকে মুক্ত করা যাবে।” দেশের স্থিতিশীলতা বজায় রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীগণের বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— বন্দর উত্তর থানা আমীর মাওলানা মুফতী আতিকুর রহমান, থানা সেক্রেটারি জহুরুল ইসলাম, বন্দর উপজেলা আমীর মাওলানা খোরশেদ আলম ফারুকী, ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় জামায়াত কর্মীরা।

RSS
Follow by Email