শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫
Led05ধর্ম

সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানালেন না.গঞ্জ এসপি

লাইভ নারায়ণগঞ্জ: শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সকলের পরিশ্রম ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানালেন জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। রবিবার (১৩ অক্টোবর) দুর্গাপূজার বিজয় দশমীর উপলক্ষে এক সভার আয়োজন করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা এসপি প্রত্যুষ কুমার মজুমদার।

তিনি বলেন, এখানে শুধু হিন্দু নয় অনেক মুসলিম ভাইয়েরা এসেছেন। আজ এখানে নিরাপত্তায় বিজিবি, র‍্যাব, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস সহ যারা যারা দায়িত্বে ছিলেন সবাইকেই শুভেচ্ছা জ্ঞাপন করছে। এই পাঁচ দিন নিরাপত্তা স্বার্থে আমার পুলিশ ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করেছেন। এখানে রাজনৈতিক ভাইয়েরা বসে আছেন, এবারের পূজো নির্বিঘ্নে করার জন্য তারা যে সহযোগিতা করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মাহমুদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তরিকুল ইসলাম, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুসহ আরও অনেকে।

RSS
Follow by Email