বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪
Led02সিদ্ধিরগঞ্জ

সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা: দুই জনের আমৃত্যু কারাদণ্ড

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ৭ বছরের এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার মামলায় দুই আসামীকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত৷

রোববার (৩০ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন-সোনারগাঁয়ের আলীনগর এলাকার ওলিউল্লাহর ছেলে সুমন (৩৪) ও নরসিংদীর পাইচারচর এলাকার ইবুর ছেলে শফিকুল ইসলাম (৩৫)। রায় ঘোষণার সময়ে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০০৮ সালের ২০ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে সিদ্ধিরগঞ্জের পাইনাদী এলাকায় সাত শিশু সুমাইয়া নিখোঁজ হয়। পাশের একটি পরিত্যাক্ত বাড়িতে ২১ ফেব্রুয়ারি শিশুটির রক্তাক্ত লাশ পাওয়া যায়। পরে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ শেষে হত্যার অভিযোগ এনে মামলা করে ভুক্তভোগীর মামা নজরুল ইসলাম। সেই মামলায় স্বাক্ষীদের স্বাক্ষগ্রহণ শেষে রোববার আদালতের বিচারক আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

RSS
Follow by Email