শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
Led05

শোকের দিনে গরীবের পাশে বি‌জি‌বি

লাইভ নারায়ণগঞ্জ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে গরীব ও দুস্থ‌্যদের মাঝে খাদ‌্য সামগ্রী বিতরণ ক‌রে‌ছেন নারায়ণগ‌ঞ্জ ব‌্যটা‌লিয়ান ৬২ বি‌জি‌বি। মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেলে ফতুল্লা দেলপাড়া ক‌্যাম্প প্রাঙ্গণে ওই আয়োজন করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে ছিলেন ৬২ বি‌জি‌বি অধিনায়ক লে.ক‌র্ণেল শেখ খা‌লিদ মোহাম্মদ ইফ‌তেখার।

বিজিবি এর মহাপরিচালকের সার্বিক দিক নির্দেশনায়, সকল ইউনিটে খাবার সামগ্রী বিতরণের এই কার্যক্রম পরিচালনা করেছে বিজিবি। প্রায় ৩শ’ জন গরীব ও দুস্থ‌্যদের‌কে নিত‌্যপ্রয়োজনীয় দ্রব‌্য চাল, ডাল, আলুসহ খাদ‌্যসামগ্রী প্রদান করা হয়।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন, ৬২ বি‌জি‌বি উপ অধিনায়ক মেজর রোমান আল আসিফ, পদাতিক এবং সহকারী পরিচালক মো. জিয়াউর রহমান।

RSS
Follow by Email