শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫
Led05জেলাজুড়েশিক্ষাসদর

শুরু হয়েছে না.গঞ্জ আইন কলেজের সংস্কার কাজ

লাইভ নারায়ণগঞ্জ: পরিষ্কারের মধ্যে দিয়ে শুরু হয়েছে নারায়ণগঞ্জ আইন কলেজের সংস্কারের কাজ। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯ টায় আমলাপাড়া এলাকায় অবস্থিত এই কলেজে সংস্কার কাজ শুরু হয়। কলেজের অধ্যক্ষ এড. সাখাওয়াত হোসেন ভুঁইয়ার তত্ত্বাবধানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মীরা কলেজ পরিস্কার করেন।

সংস্কার কাজে আরও উপস্থিত ছিলেন, সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা শ্যামল পাল, কলেজ শিক্ষার্থী ছাত্রনেতা ফারহানা মানিক মুনা, শাহেদ হোসাইন, সজিব নূর, এনায়েত উল্লাহ, শাহিন আহমেদ, সায়মা সুলতানা, ফাতেমা-তুজ-জোহরা ইভা, শামিম আহমেদ, ফজলুল হক মাসুদ।

এসময় ফারহানা মানিক মুনা বলেন, জীবনের দিশা খুঁজতে কলেজে ভর্তি হয়েছিলাম। কিন্তু রাজনৈতিক দূর্বৃত্তায়নের কারনে ক্লাশেই প্রবেশ করতে পারিনি। বৈষম্য বিরোধী লড়াইয়ে জয়ী হওয়ার পর প্রিয় এই কলেজকে সংস্কারের স্বপ্ন দেখা শুরু করি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সহায়তায় শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আজ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হলো। এটা সংস্কারের প্রথম ধাপ। শুধু আবর্জনা মুক্ত নয়, আমরা কলেজকে অব্যবস্থাপনার জঞ্জাল মুক্ত করবো। পুরোনো ভাঙ্গা ভবন সরিয়ে আমরা কলেজের নিজস্ব যায়গায় নতুন কলেজ ভবন নির্মাণের স্বপ্ন দেখছি। কলেজে একটি কার্যকর ছাত্রসংসদ প্রতিষ্ঠা করে কলেজ পরিচালনায় শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিতের স্বপ্ন দেখছি। আমরা চাই আমাদের কলেজ হবে সারা দেশের আইন কলেজগুলোর মধ্যে অনন্য। সকলের ঐক্যবদ্ধতায় আমরা আমাদের প্রিয় আইন কলেজকে গড়ে তুলবো নতুন আঙ্গিকে।

RSS
Follow by Email