শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪
শিক্ষাসিদ্ধিরগঞ্জ

শুরু হলো প্রাথমিক স্কুলপর্যায়ে বই বিতরণ

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে সরকারের বিনামূল্যের বই বিতরণ শুরু হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) সকালে জালকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুলপর্যায়ে বই বিতরণ উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসি বেগম।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কুতুবআইল স্কুলের প্রধান শিক্ষিকা মরিয়ম বেগমের হাতে বই তুলে দিয়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। বই বিতরণ শুরুর দিন সদর উপজেলার অধিকাংশ স্কুলের শিক্ষকরা চাহিদামতো বই নিয়ে গেছে। বই বিতরণ চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। ১ জানুয়ারি প্রতিটি স্কুলের সব শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়া হবে।

এ সময় শিক্ষার্থীদের হাতে যথামসয়ে বই পৌছানোর প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশের কথা উল্লেখ করে তিনি বলেন, যথাসময়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে শিক্ষকদের সতর্ক থাকতে হবে। কোন শিক্ষার্থীই যেন নতুন বই থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে হবে।

সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহানারা খানম বলেন, নারায়ণগঞ্জ জেলার ৫ উপজেলায় ইতোমধ্যে চাহিদা অনুযায়ী সরকারের বিনামূল্যের সব বিষয়ের সব বই উপজেলা সদরের গুদামে পৌঁছে গেছে।

বই বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহানারা খানম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মুক্তা বেগম, তাসলিমা আখতার, নূরুন্নাহার বিউটি, রেবেকা সুলতানা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এ বছর নারায়ণগঞ্জের ৫ উপজেলায় বাংলা মাধ্যম ১ হাজার ৭২১টি এবং ইংরেজী ভার্সন ২০টি মিলে মোট ১ হাজার ৭৪১টি স্কুলের ৩ লাখ ১ হাজার ১১৭ জন ছাত্রছাত্রীদের মধ্যে প্রায় ১৪ লাখ বই বিতরণ করা হবে। ইতোমধ্যে স্কুলগুলো থেকে ছাত্রছাত্রীদের সংখ্যা অনুযায়ী বইয়ের চাহিদা উপজেলা শিক্ষা অফিসে পাঠানো হয়েছে।

RSS
Follow by Email