শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫
জেলাজুড়েরাজনীতি

শুক্রবার না.গঞ্জে আসছেন জুনায়েদ সাকি

লাইভ নারায়ণগঞ্জ: গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটির উদ্যোগে উন্মুক্ত গণসংলাপের আয়োজন করা হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) নগরীর শহীদ মিনারে বিকেল ৪টায় গণসংলাপ শুরু হবে।

এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, ‘কেমন বাংলাদেশ চাই?’ সে লক্ষে সকল শ্রেণী পেশার মানুষদের মতামত জানতে উন্মুক্ত গণসংলাপের আয়োজন করা হয়েছে। গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজনের সভাপতিত্বে গণসংলাপে অতিথি হিসেবে থাকবেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

এতে আরও উপস্থিত থাকবেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান কাবুল, নারায়ণগঞ্জ মহানগর সমন্বয়কারী নিয়ামুর রশীদ বিপ্লব, নারায়ণগঞ্জ মহানগর নির্বাহী সমন্বয়কারী পপি রানী সরকারসহ কেন্দ্রী ও জেলার বিশিষ্টজনেরা।

RSS
Follow by Email