শনিবার, জুলাই ২৭, ২০২৪
Led04রাজনীতি

না.গঞ্জে আসছে জোনায়েদ সাকি, থাকবে গিয়াস-সাখাওয়াতরাও

প্রেস বিজ্ঞপ্তি: আগামী ১৫ সেপ্টেম্বর শুক্রবার, সকাল ১০ টায় আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে গণসংহতি আন্দোলনের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘গণতন্ত্রের সংগ্রাম ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের ৩১ দফা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার দপ্তর সম্পাদক রাকিবুল হাসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজনের সভাপতিত্বে ও মহানগর কমিটির সমন্বয়কারী নিয়ামুর রশীদ বিপ্লবের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নারায়ণগঞ্জ জেলার সভাপতি গিয়াস উদ্দিন, নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি এড. সাখাওয়াত হোসেন, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, দৈনিক খবরের পাতার সম্পাদক মাহবুবুর রহমান মাসুম, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী অঞ্জন দাস, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, জাতীয় সমাজতান্ত্রিক দলের জেলার সভাপতি এড. খলিলুর রহমান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের জেলা সমন্বয়ক নিখিল দাস, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি মাহমুদ হোসেন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল, আমরা নারায়ণগঞ্জবাসীর সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মন্টু, সাংস্কৃতিক নেতৃত্ব অমল আকাশ সহ চলমান যুগপৎ আন্দোলনের নেতৃবৃন্দ।

তরিকুল সুজন বলেন, ২০০২ সালের ২৯ আগষ্ট গণমানুষের রাজনৈতিক শক্তি গড়ে তোলার দৃঢ় প্রত্যয় নিয়ে গণসংহতি আন্দোলনের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকেই জনগণের স্বার্থের সাথে সম্পর্কিত সকল আন্দোলনের সাথে আমরা নিজেদেরকে যুক্ত রেখেছি। বর্তমানে বাংলাদেশ এক গভীর সংকটময় কাল অতিক্রম করছে। এসময় মানুষের ভোটাধিকার ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের প্রশ্ন সবচেয়ে বেশি জরুরী হয়ে উঠেছে। বর্তমানের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে সারাদেশব্যপী যে গণজোয়ার তৈরি হচ্ছে, তার ঢেউ নারায়ণগঞ্জেও এসে মিলেছে। আগামীকালকের এই আলোচনা নতুন নারায়ণগঞ্জ তথা বাংলাদেশ বির্নিমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা রাখি। আমরা গণমাধ্যমের বন্ধুদের উপস্থিতি আশা করছি।

RSS
Follow by Email