বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
রাজনীতি

শুক্রবার ইসলামী আন্দোলনের গণসমাবেশ উপলক্ষে জরুরী বৈঠক

লাইভ নারায়ণগঞ্জ: ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখার উদ্যোগে গণ সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৩ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেল ৩টায় চাষাড়া শহীদ মিনারে এ গণ সমাবেশ অনুষ্ঠিত হবে। এ গণ সমাবেশ উপলক্ষে এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ শহর শাখার সভাপতি আলহাজ্ব আব্দুস সোবহান তালুকদার এর সভাপতিত্বে ভারপ্রাপ্ত সেক্রেটারি হাফেজ মুহাম্মাদ রবিউল ইসলাম এর সঞ্চালনায় জরুরী এ বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ।

সভাপতি আব্দুস সোবহান বলেন, ইসলামী আন্দোলনের সকল নেতাকর্মীকে উক্ত গণ সমাবেশ সফল করার জন্য উদাত্ত আহবান জানাচ্ছি। আজ থেকে আমরা সকল ওয়ার্ডে ব্যাপক দাওয়াতী কার্যক্রম চালাবো যাতে গণ সমাবেশ জন সমুদ্রে পরিণত হয়।

RSS
Follow by Email