শীতলক্ষ্যায় অজ্ঞাত যুবকের লাশ, শরীরে আঘাতের চিহ্ন
লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীতে এক অজ্ঞাত এক যুবকের (৩০) লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৩টায় সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ডের চরসুমিলপাড়া এলাকার, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস এর পিছনে শীতলক্ষা নদীতে লাশটি ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
পরে কাঁচপুর নৌ পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহতের পরনে ছিল কালো প্যান্ট, কালো শার্ট ও একটি হাতঘড়ি।

কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) তজিমুল ইসলাম জানান, শীতলক্ষ্যা নদীতে একটি লাশ ভাসছে দেখে এলাকাবাসী সংবাদ দিলে লাশটিকে উদ্ধার করা হয়। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। উদ্ধারকৃত লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। লাশটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে। নিহতের বয়স আনুমানিক ৩০ বছর হতে পারে।
