বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
Led04জেলাজুড়েফতুল্লাসোশ্যাল মিডিয়া

শাহরিয়াজ শুভ্র হত্যায় ছাত্র ফেডারেশনের বিবৃতি

লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ ছাত্র ফেডারেশন ফতুল্লা থানার সাবেক সংগঠক শাহরিয়াজ শুভ্র হত্যাকান্ডের বিচারের দাবি জানিয়ে যৌথ বিবৃতি প্রদান করা হয়েছে। রবিবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা এবং সাধারণ সম্পাদক সৃজয় সাহা ওই বিবৃতি প্রদান করেন।

বিবৃতিতে তারা বলেন, আজ শাহরিয়াজ শুভ্র হত্যার ৭ বছর! পুলিশি তদন্তে জানায় ছিনতাইকারীরা ৬০০ টাকা আর মোবাইল ছিনতাইয়ের জন্য হত্যা করা হয়। কিন্তু দীর্ঘ সময় পার হলেও বিচারকাজ আগায়নি এমনকি চার্জশীটটি পর্যন্ত পাওয়া যায়নি। আওয়ামী লীগের ১৫ বছরের অপশাসনে ধ্বংস হয়েছে বিচারব্যবস্থা।

গত ৫ আগষ্ট স্বৈরাচারী সরকারের পতনের মধ্য দিয়ে দেশ বিনির্মাণের যাত্রা শুরু হয়েছে। সংস্কারের এই যাত্রায় আমরা পরিত্রান চাই এই বিচারহীনতার সংস্কৃতি থেকে। বিচার চাই শুভ্রসহ ত্বকী, বুলু, মিঠু, চঞ্চল,আশিকুল প্রত্যেক হত্যাকান্ডের।

RSS
Follow by Email