শনিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৪
বন্দররাজনীতি

শামীম ওসমানের সমাবেশে কমলের নেতৃত্বে ২৩নং ওয়ার্ড আ.লীগের যোগদান

লাইভ নারায়ণগঞ্জ: ‘বীর বাঙ্গালী ঐক্য গড় বাংলাদেশ রক্ষা করো’ স্লোগানে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের ডাকা সমাবেশে বিশাল মিছিল নিয়ে যোগদান করেছেন বন্দর ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগ।

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টায় ৫নং ঘাট এলাকায় জড়ো হতে থাকে নেতাকর্মীরা।

পরে, মাহবুবুর রহমান কমলের নেতৃত্বে মিছিলটি সমাবেশে যোগদান করে। এসময় আ.লীগ নেতা মনির হোসেন মনু, সাইজুল জামান শাকিল, শামীম, ২৩নং ওয়ার্ড যুবলীগ নেতা সুমন ভুইয়া, মাইকেল বাবু, মোক্তার, শহীদ, আমান, বড় জাকির, স্বেচ্ছাসেবক লীগ নেতা অন্তর ও সাবেক মহানগর ছাত্রলীগ নেতা আরাফাত কবীর ফাহিম, সহ শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেট এলাকায় ওই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে শামীম ওসমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আরও উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দনশীল, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহীদ বাদল (ভিপি বাদল), মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা প্রমুখ।

RSS
Follow by Email