শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫
Led04রাজনীতি

শামীম ওসমানের মনোনয়নপত্র জমা

লাইভ নারায়ণগঞ্জ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে শামীম ওসমানের পক্ষে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দেয়া হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই মনোয়ন ফরম জমা দেন তার ব্যক্তিগত সহকারী হাফিজুর রহমান মান্না।

তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করে হাফিজুর রহমান মান্না জানান, আজ সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন পত্রটি জমা দেয়া হয়েছে।

উল্লেখ্য, একেএম শামীম ওসমান ১৯৯৬ সালে ৭ম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে অবস্থান হারানোর পরে, তিনি ভারত এবং কানাডায় আত্মগোপনে চলে গিয়েছিলেন। প্রায় আট বছর পর, ২০০৯ সালের এপ্রিলে তিনি নারায়ণগঞ্জে ফিরে আসেন। ২০১৪ সালের বাংলাদেশ সাধারণ নির্বাচনের জন্য দলটি ওসমানকে নারায়ণগঞ্জ -৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নির্বাচিত কবরী সরোয়ারকে বাদ দিয়েছিল। তিনি নারায়ণগঞ্জ -৪ আসন থেকে সপ্তম, দশম ও একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্য।

RSS
Follow by Email