শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
Led01প্রবাস

শামীম ওসমানের ঘটনায় যুক্তরাষ্ট্রে ফের উত্তেজনা

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের সাথে যুক্তরাষ্ট্রের জ্যাকসন হাইটে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে, নোয়াখালীতে বিএনপির এক কর্মীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। হামলার ঘটনায় ফের জ্যাকসন হাইটসে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) বাংলাদেশের সময় ভোরের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে প্রকাশ হয়।

এতে দেখা গেছে, দুই পক্ষই জ্যাকসন হাইটসে অবস্থান নিয়ে একে অপরের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। তাদের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়। পরে তারা একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে এসে উভয় পক্ষকে নিবৃত করেন। বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে। এরআগে একই স্থানে সংসদ সদস্য শামীম ওসমানকে হেনস্তার চেষ্টা চালিয়েছে বিএনপি সমর্থিত যুবকরা। তারা শামীম ওসমানকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

RSS
Follow by Email