শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
Led01আদালত

শাওন হত্যা মামলায় সাবেক মন্ত্রী গাজী ২ দিনের রিমান্ডে

লাইভ নারায়ণগঞ্জ: বৈষম্যবিরোধী আন্দোলনে যুবদলকর্মী শাওন আহমেদ নিহতের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার (৬ নভেম্বর) বিকেলে গাজীকে শাওন হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে উঠায় পুলিশ। পরবর্তীতে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামীমা আক্তারের আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল কাইয়ুম লাইভ নারায়ণগঞ্জকে তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি লাইভ নারায়ণগঞ্জকে জানান, আন্দোলনের সময় শাওন আহমেদ নামের এক যুবদলকর্মী হত্যা মামলায় আসামি গোলাম দস্তগীর গাজীকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন চেয়ে দুপুরে আদালতে উঠানো হয়। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, ১ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাংবাদিক হাসান মাহমুদ নিহতের ঘটনায় রাজধানীর খিলগাঁও থানার হত্যা মামলায় গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার দেখানো হয়। এর আগে, ২৪ আগস্ট রাজধানীর শান্তিনগরের বাসা থেকে গাজীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রূপগঞ্জ, ফতুল্লা থানা ও ঢাকায় বেশ কয়েকটি হত্যা মামলায় আসামির তালিকায় গাজীর নাম রয়েছে।

RSS
Follow by Email