বুধবার, মে ১৪, ২০২৫
Led03জেলাজুড়েশিক্ষা

শব্দ ও প্লাস্টিক দূষণ রুখতে শিক্ষার্থীদের সচেতন করলো পরিবেশ অধিদপ্তর

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে শব্দদূষণ ও সিঙ্গেল ইউজড প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ মে) পরিবেশ অধিদপ্তর ও গ্রীণ সেভারর্স এর যৌথ উদ্যোগে মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এই কর্মশালাটি আয়োজিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব এ, এইচ, এম রাসেদ। তিনি শব্দদূষণ ও সিঙ্গেল ইউজড প্লাস্টিকের ভয়াবহতা এবং এর থেকে পরিত্রাণের উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। শিক্ষার্থীদের পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক বিনোদ কুমার দেবনাথ। তিনি এই গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের পরিবেশের প্রতি সংবেদনশীল হওয়ার কথা বলেন।

বিশেষ অতিথি হিসেবে পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মো. হোসাইন উপস্থিত ছিলেন। তিনি পরিবেশ দূষণের বিভিন্ন দিক এবং এর প্রভাব নিয়ে আলোকপাত করেন।

কর্মশালাটি সঞ্চালনা করেন গ্রীণ সেভারর্স এর প্রধান নির্বাহী জনাব আহসান রনি। তিনি শিক্ষার্থীদের অংশগ্রহণে কর্মশালাকে প্রাণবন্ত করে তোলেন।

কর্মশালার মূল অংশে শিক্ষার্থীদের শব্দদূষণ ও সিঙ্গেল ইউজড প্লাস্টিকের ব্যবহার কমাতে উৎসাহিত করা হয়। সচেতনতামূলক আলোচনার পাশাপাশি একটি কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা করছেন আয়োজকরা।

RSS
Follow by Email