শুক্রবার, অক্টোবর ৪, ২০২৪
Led04জেলাজুড়েফতুল্লা

লিগ্যাল এইড থেকে সব ধরণের আইনি সহায়তা পেতে পারেন: পুলিশ সুপার

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) সকালে আদালত প্রাঙ্গনে এ মত বিনিময় সভার আয়োজন করা হয়।

জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ উম্মে সরাবন তহুরার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, জেলা সিভিল সার্জন মোশিউর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েলসহ প্রমুখ।

সভায় জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, যেকোনো আইনি সহায়তা লাগলে লিগ্যাল এইডের সাথে যোগাযোগ করলে আপনাদের আইনি সহায়তা প্রদান করা হবে। এছাড়া যারা আর্থিকভাবে মামলা পরিচালনার জন্য দুর্বল আছে শুধু যে তাদেরকে সহায়তা প্রদান করা হবে বিষয়টি এরকম নয়। তার বাহিরেও আমাদের সহায়তা করার অনেক সুযোগ আছে। আমি মনে করি সেই লক্ষ্যে আগামী দিনগুলোতে এই কমিটিটি কাজ করে যাবে।

RSS
Follow by Email