শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
Led05ফতুল্লা

লিংক রোডে ট্রাক চাপায় ইজিবাইক চালক নিহত, ঘাতককে খুঁজছে পুলিশ

লাইভ নারায়ণগঞ্জ: ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চানমারী এলাকায় ট্রাক চাপায় ব্যাটারী চালিত ইজিবাইকের এক চালক নিহত হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টায় দ্রুতগামী ট্রাক চাপায় এঘটনা ঘটে। রবিবার (১০ নভেম্বর) সকালে তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম।

নিহত ইজিবাইক চালকের নাম রউশন (৪০)। তিনি পাবনা সদর উপজেলার চর আশুতোষপুর গ্রামের মৃত পাষান মন্ডলের ছেলে। এ ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে প্রেরন করেছে।

ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম জানান,আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়েছি। তাৎক্ষণিক পরিচয় পাওয়া না গেলেও লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। আমরা ঘাতক গাড়ীটি শনাক্ত করার চেষ্টা করছি। নিহতের ছেলে থানায় আমাদের সাথে যোগাযোগ করেছে। আমরা পরিবারের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

RSS
Follow by Email