বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪
জেলাজুড়েসিদ্ধিরগঞ্জ

র‌্যাবের হাতে পলাতক আসামি আটক

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে এক অভিযানে মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো: কামাল (৩০)কে আটক করেছে র‌্যাব-১১। সোমবার (৮ এপ্রিল) র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার (এএসপি) সনদ বড়ুয়ার স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে মো: কামাল বন্দর থানার মামলা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) এর এজাহারনামীয় আসামী। পরবর্তীতে তার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। রায় ঘোষনার পর থেকে সে আত্মগোপনে ছিল। পরবর্তীতে র‍্যাব-১১’র একটি চৌকশ গোয়েন্দা টীম তার অবস্থান সনাক্ত করে আটকের চেষ্টা করে।আটককৃত কামালের পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

RSS
Follow by Email