শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫
সাহিত্য

রৌদ্রছায়া সংগঠক সম্মাননা পেলেন জাহাঙ্গীর ডালিম

লাইভ নারায়ণগঞ্জ: রৌদ্রছায়া সাহিত্য ও সংগঠক সম্মাননা ২০২৩ পেয়েছেন সাংবাদিক জাহাঙ্গীর ডালিম। শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে সাংবাদিক ডালিমকে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন চিএশিল্পী মামুন হোসাইন। 

জেলা শিল্পকলা একাডেমিতে এই সম্মামনা পদক প্রদান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিএশিল্পী মামুন হোসাইন। বিশেষি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাবন্ধিক  তারাপদ আচার্য,  শিক্ষক ও  লেখক  রণজিৎ মোদক।

রৌদ্রছায়া সাহিত্য সম্মাননা ২০২৩ – যারা পেয়েছেন – কবিতায় নব্বই দশকের কবি আল হাফিজ,  এস এম এনামুল হক প্রিন্স,  সৈয়দ আহসান কবীর,  গল্পে-  সৈয়দ এনাম উল আজিম,  উপন্যাসে- আলহাজ্ব লুৎফা জালাল; ছড়ায়-  মো: আলী আশরাফ সিকদার,  প্রবন্ধে-  কবি ও  সাংবাদিক শফিকুল ইসলাম আরজু।

RSS
Follow by Email