বুধবার, অক্টোবর ৯, ২০২৪
জেলাজুড়েরূপগঞ্জ

রূপগঞ্জ উপজেলা নির্বাচনে হাবিবুর রহমানের প্রতীক দোয়াত-কলম

লাইভ নারায়ণগঞ্জ: ২১ মে অনুষ্ঠিত হবে ২য় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন। এদিন নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনও অনুষ্ঠিত হবে। এতে চেয়ার‌ম্যান পদে দোয়াত-কলম মার্কায় লড়াই করবেন মো. হাবিবুর রহমান হাবিব।

বৃহস্পতিবার (২ মে) সকাল ১১টায় জেলা নির্বাচন কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাকিব আল রাব্বি। এসময় চেয়ারম্যান পদে মো. হাবিবুর রহমান হাবিবকে দোয়াত-কলম মার্কা বরাদ্দ দেওয়া হয় এবং অপর প্রার্থী আবু হোসেন ভূঞাকে (রানু) আনারস প্রতীক বরাদ্দ দেওয়া হয়। আগামী ২১ মে এই দুই প্রার্থীর মধ্যে ভোট নিয়ে লড়াই হবে।

এর আগে, ৩০ এপ্রিল রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ৭ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন। এতে করে ভাইস চেয়ারম্যান পদে মো. মিজানুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফেরদৌসী আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করতে যাচ্ছেন।

RSS
Follow by Email