শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫
Led02জেলাজুড়েরূপগঞ্জ

রূপগঞ্জ উপজেলা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা জয়লাভ করলেন

লাইভ নারায়ণগঞ্জ: ২১ মে ২য় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন এ দিন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে ৩০ এপ্রিল রিটার্নিং কর্মকতা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বির নিকট প্রার্থীতা প্রত্যাহার করেছেন রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ৭ জন প্রার্থী।

রিটার্নিং কর্মকতা সাকিব আল রাব্বি জানান, দ্বিতীয় ধাপে রূপগঞ্জ উপজেলা নির্বাচনে ১১ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছিল। এ উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী ছিলেন যার মধ্যে ২ জন প্রার্থীতা প্রত্যাহার করেছেন। তারা হলেন গাজী গোলাম মূর্তজা ও মো. তাবিবুল কাদির তমাল। নির্বাচনী মাঠে চেয়ারম্যান পদে লড়াই করবেন আবু হোসেন ভূঞা(রানু) ও মো. হাবিবুর রহমান। ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন ৪ জন যেখানে ৩ জন প্রার্থীতা প্রত্যাহার করেছেন। তারা হলেন মো. হাবিবুর রহমান(হারেজ), মোহাম্মদ স্বপন ভূঁইয়া ও রাসেল আহমেদ। ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করতে যাচ্ছেন মো. মিজানুর রহমান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন ৩ জন যার মধ্যে ২ জন প্রার্থীতা প্রত্যাহার করেছেন। তারা হলেন তানিয়া সুলতানা ও সৈয়দা ফেরদৌসী আলম নীলা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহিলা ভাইস চেয়ারম্যান হতে যাচ্ছেন ফেরদৌসী আক্তার।

নির্বাচন কমিশন হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে ভোটের মাঠে লড়াই করবেন। ভাইস চেয়ারম্যান পদে মো. মিজানুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফেরদৌসী আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করতে যাচ্ছেন।

RSS
Follow by Email