শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
Led04রূপগঞ্জ

রূপগঞ্জে ৩২ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: ৩২ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি নসিমন জব্দ করা হয়েছে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভোলতা এলাকা থেকে রোববার তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো ব্রাহ্মণবাড়িয়ার কুইয়াপানিয়া উত্তরপাড়ার মৃত নজরুল ইসলাম নজুর ছেলে শফিক মিয়া (২৫), ধর্মপুর পূর্বপাড়ার হাসান পাঠানের ছেলে মো. আরিফ পাঠান (২৪) ও কসবার মোঃ ইয়াছিনের ছেলে মোঃ রমজান (২৩)।

বিজ্ঞপ্তিতে র্যাব জানান, নিউজিল্যান্ড ডেইলী ফ্যাক্টরীর সামনে সিলেট টু ঢাকাগামী মহাসড়কের উপর চেকপোষ্ট স্থাপন করে ৩২ (বঁত্রিশ) কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

RSS
Follow by Email