শনিবার, জুলাই ২৭, ২০২৪
Led02জেলাজুড়েরূপগঞ্জ

রূপগঞ্জে ২ গ্রুপের সংর্ঘষে অভিযোগ গ্রহন, মামলার প্রস্ততি চলছে

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে নির্বাচনী বিরোধের জেরে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে দাউদপুর ইউপি সচিব বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে সিনিয়র সহকারি পুলিশ সুপার (সি সার্কেল) আবির হোসেন লাইভ নারায়ণগঞ্জকে বলেন, ইউপি সচিব বাদী হয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হামলা, ভাঙচুর ও যানবাহনে আগুন দেওয়ার অভিযোগ করেছেন৷ অভিযোগে দাউদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তারসহ ৪৪ জনকে অভিযুক্ত করা হয়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, আমরা অভিযোগ গ্রহন করেছি। এ বিষয়ে তদন্ত চলছে।

প্রসঙ্গত, মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে রূপগঞ্জে নির্বাচনী বিরোধের জেরে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত সাতজন আহত হয়৷ এ সময় ইউপি কার্যালয় ভাঙচুর ও একটি প্রাইভেটকারসহ চারটি যানবাহনে আগুন দেওয়া হয় ৷ পুলিশ ও স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, দাউদপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জাহাঙ্গীর এবং ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

RSS
Follow by Email