বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
Led02জেলাজুড়েরূপগঞ্জ

রূপগঞ্জে বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ, ৩ জন দ্বগ্ধ

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে।এতে ৩ জন দ্বগ্ধসহ গুরুতর আহত হয়েছে আরও ৫ জন। সোমবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার ব্রাহ্মণখালী এলাকায় ওই ঘটনা ঘটে।

এ সময় আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার শিকার পরিবারের দাবী, স্থানীয় জাহের আলী বেপারী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হারেজদের মধ্য আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষের জের হিসেবে শিক্ষক শিমুর পরিবার ও তার শিক্ষার্থীরা হামলার শিকার হয়েছেন।

বিকেলে শিক্ষক শিমু একটি ঘরে ১০ শিক্ষার্থী নিয়ে প্রাইভেট পড়াছিলেন। এ সময় কয়েকজন অভিভাবকও সেখান ছিল। এ সময় একদল সন্ত্রাসী হামলা চালিয়ে ভাংচুর করে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। এতে ৩ জন দ্বগ্ধসহ গুরুতর আহত হয়েছে আরও ৫ জন।

নারায়ণগঞ্জ সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ অঞ্চল) মো. আবির হোসেন জানান, আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের বিরোধ চলছে। সকালে এক পক্ষ অপর পক্ষের একজন কে দরে মারধর করে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে বিকেলে প্রতিপক্ষের বাড়িতে হামলা চালায়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত হয়। ঘটনার অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

RSS
Follow by Email