রূপগঞ্জে প্রাথমিক ও গণশিক্ষা সচিব ‘শহীদ ফারহান ফাইয়াজ জাতির এক অমূল্য সম্পদ’
লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে এক আবেগঘন পরিবেশে বীর শহীদ ফারহান ফাইয়াজ-এর প্রথম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে বরপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনামকরণ “শহীদ ফারহান ফাইয়াজ বরপা সরকারি প্রাথমিক বিদ্যালয়” এর ফলক উন্মোচন করা হয়। রবিবার (২০ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, বরপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা। তিনি বলেন, শহীদ ফারহান ফাইয়াজকে জাতির এক অমূল্য সম্পদ। যিনি সাহস ও আদর্শের প্রতীক হয়ে উঠেছেন। তাঁর নাম অমর রাখতে আজকের এ বিদ্যালয়টি তাঁর নামে নামকরণ করা হলো — ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক আলোকবর্তিকা হয়ে থাকবে এ প্রতিষ্ঠান।”
শহীদ ফারহান ফাইয়াজ-এর পিতা জনাব আলহাজ্ব শহিদুল ইসলাম ভূঁইয়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তার উপস্থিতি সকলকে আবেগে আপ্লুত করে তোলে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, “ফারহানের শাহাদাত যেন আমাদের নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। একজন শিশুর এই আত্মত্যাগ আমাদের সকলের দায়িত্ববোধ আরও গভীর করে তোলে। রূপগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁর স্মৃতি সংরক্ষণের এ উদ্যোগে আমরা গর্বিত ও বদ্ধপরিকর।”
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোঃ শামসুজ্জামান।