শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪
Led04আদালতরূপগঞ্জ

রূপগঞ্জে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, আসামি ‘পলাতক’

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে ধর্ষণ মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত। মঙ্গলবার (৫ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম জেসমিন আরা ওই রায় ঘোষণা করেন। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর (ইনচার্জ) মো. কাইয়ুম খান।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম হাসান (২৩)। সে রূপগঞ্জ উপজেলা বরাব এলাকার ফজলুল হকের ছেলে।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর (ইনচার্জ) মো. কাইয়ুম খান জানায়, ২০১৭ সালে নারীকে ধর্ষণের ঘটনায় আসামি হাসানকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জিএস মিনারা বেগম স্যার ওই ঘোষণা করেন। রায় দেয়ার সময় আসামি পলাতক ছিলো।

RSS
Follow by Email