বুধবার, অক্টোবর ৯, ২০২৪
Led02জেলাজুড়েরূপগঞ্জ

রূপগঞ্জে দ্বন্দ্বে নারী দগ্ধ, হাসপাতালে মৃত্যু

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে দ্বন্দ্বে এক নারী দগ্ধ হয়েছে। পরে তাকে দ্রুত শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়। সোমবার (২০ নভেম্বর) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন সহকরী পুলিশ সুপার (এএসপি) আবির হোসেন।

অগ্নিদগ্ধ ওই নারীর নাম বিউটি বেগম (৫০)। এর আগে বিকেলে রূপগঞ্জ ইউনিয়নের ভক্তবাড়ি এলাকায় নিজ বাড়িতেই অগ্নিদগ্ধ হন তিনি।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান, নিহত বিউটি বেগমের শরীরে ৭৫ শতাংশ দগ্ধ হয়েছিল। তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

জেলা পুলিশের সহকরী পুলিশ সুপার (এএসপি) আবির হোসেন লাইভ নারায়ণগঞ্জকে বলেন, মারামারি হওয়ার পর আগুন লাগার ঘটনা ঘটে। ভিকটিমকে উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় ৩০ জনের বিরুদ্ধে মামলা করা হয়। তবে নারীর মৃত্যুর পর হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

RSS
Follow by Email