বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪
জেলাজুড়েরাজনীতিরূপগঞ্জ

রূপগঞ্জে গোলাম দস্তগীর গাজীর প্রতীক ‘নৌকা’

লাইভ নারায়ণগঞ্জ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ আসনে ‘নৌকা’প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে নামছেন গোলাম দস্তগীর গাজী । রূপগঞ্জের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তিনি

সোমবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের প্রতীক বরাদ্দ করেন জেলা রিটার্নিং অফিসার মো. মাহমুদুল হক। এসময় মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে ‘নৌকা’প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন আরও ৮ জন প্রার্থী। তারা হলেন, তৈমুর আলম খন্দকার (তৃণমূল বিএনপি),শাহজাহান ভুইয়া- (স্বতন্ত্র), গাজী গোলাম মর্তুজা- (স্বতন্ত্র), মো. হাবিবুর রহমান- (স্বতন্ত্র), মো. জোবায়ের আলম- (স্বতন্ত্র), মো. সাইফুল ইসলাম- ( জাতীয় পার্টির), মো. জয়নাল আবেদীন চৌধুরী- (স্বতন্ত্র), ও একেএম শহিদুল ইসলাম- (ইসলামি ফ্রন্ট বাংলাদেশ)।

প্রসঙ্গত, প্রতীক বরাদ্দ দেওয়ার পর (১৮ ডিসেম্বর) থেকেই নির্বাচনী প্রচারণা করতে পারবে প্রার্থীরা। আগামী ৫ জানুয়ারী সকাল ৮টা পর্যন্ত প্রচারণা চালানো যাবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সবশেষে ৭ জানুয়ারী অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।

RSS
Follow by Email