বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
জেলাজুড়েরূপগঞ্জ

রূপগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী আটক

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে এক গৃহবধূ সুমা আক্তারের (২০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী ইলিয়াছকে আটক করেছে পুলিশ। সোমবার (২২ জানুয়ারি) উপজেলার তারাবো পৌরসভার গন্ধর্বপুর হাজী বাড়ি এলাকার রফিক মিয়ার ভাড়াটিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সুমা আক্তার (২০) একই বাড়ির ভাড়াটিয়া মজিবুর রহমানের মেয়ে। অন্যদিকে স্বামী ইলিয়াছ কায়েতপাড়া ইউনিয়নের বড়আলু পাড়াগাঁও এলাকার মোঃ ইয়াছিন মিয়ার ছেলে।

নিহত গৃহবধূর বাবা গণমাধ্যমকে জানান, সুমা ও তার স্বামী ইলিয়াস গতকাল আমাদের বাড়িতে বেড়াতে আসে এবং রাত ৮টায় তাদের বাড়িতে চলে যায়। সকাল ১১ টার দিকে শুনতে পাই সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু আমি জোর গলায় বলতে পারি আমার মেয়ে আত্মহত্যা করেনি। তাকে মেরে ফেলা হয়েছে। তার স্বামী তাকে মেরে ফেলছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক সাহা বলেন, গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়। গৃহবধূর স্বামীকে আটক করা হয়েছে। এঘটনায় একটি আত্মহত্যা প্ররোচনার মামলা দায়ের করা হয়েছে

RSS
Follow by Email